নোকিয়ার ফোনে চার্জ থাকবে এক মাস

মোবাইল ফোনে চার্জ দেয়া নিয়ে যারা সব সময় ভোগান্তিতে থাকেন, তাদের জন্যে বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নোকিয়া নিয়ে আসছে তেলেসমাতি সমাধান।

‘নোকিয়া ১০৫’ মডেলের নতুন এই ফোনে একবার চার্জ দিলে পুরো একমাস আর চার্জ নিয়ে ভাবতে হবে না। খবর: ডেইলি মেইল।

এফএম রেডিও ও টর্চ লাইট সুবিধা সম্পন্ন ফোনটির দাম পড়বে এক হাজার টাকার মতো। এটিই হবে নোকিয়ার ইতিহাসে সবচাইতে কম দামী ফোন।

যেসব এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে, সেসব ক্ষেত্রে মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

এ বছরের শেষ নাগাদ এ মডেলটির বাজারজাত হবে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ।

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Recent Comments

© 2011-14 bdwebworld, All Rights Reserved.

Designed by Md. Shariful Islam