দেখে নিন সেরা ৫টি উইন্ডোজ-ফোন মোবাইল

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেরা ৫টি উইন্ডোজ মোবাইল নিয়ে।

 

আপনাদের অনেকেই হয়তো উইন্ডোজ ফোন মোবাইল কিনবেন বলে ভাবছেন। তবে স্থির করতে পারছেন না কোন ব্যন্ডের কোন মডেল টি কিনবেন। চিন্তার কোন কারন নেই। আমি আজ আপনাদেরকে ৫টি সেরা উইন্ডোজ ফোনের নাম বলব। সেগুলো থেকে যেকোন একটি আপনি আপনার পছন্দের হিসেবে বেছে নিতে পারেন।

 

এই ৫টি মোবাইল ফোনই খুব আকর্ষনীয় ভাবে তৈরি করা হয়েছে। সারা বিশ্বের মোবাইল মার্কেট গুলোতে উইন্ডোজ ফোনের ক্ষেত্রে এর একটা যথেষ্ট চাহিদা লক্ষ্য করা গিয়েছে। আসুন কথা না বাড়িয়ে উইন্ডোজ ফোন গুলো দেখে নিই।

 

নিম্নে এগুলো সম্পর্কে কিছু তথ্য সহ পিকচার আকারে দেয়া হল:-

 

1. Nokia lumia 920:

    

   দাম : 46850 Tk.

Nokia lumia 920 specifications:

  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP
  • রেম : 1GB
  • ইন্টারনাল মেমোরি : 32 GB
  • সাইজ : 4.5 inch display
  • ডাইমেনশন : 130.3x70.8x10.7 mm
  • উইট : 185 g
  • Wi-Fi,Bluetooth,3G and USB.


2. HTC 8x:



দাম : 37000 Tk.     

Htc 8x specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপারেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP
  • রেম 1GB
  • ইন্টারনাল মেমোরি 16 GB
  • সাইজ : 4.3 inch display
  • ডাইমেনশন :  132.4x 66.2 x 10.1 mm
  • উয়িট 130 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


3. Lumia 820:

     


দাম : 32700 Tk.


Lumia 820 specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP + 1.3MP secondary camera
  • রেম 1GB
  • ইন্টারনাল মেমোরি GB
  • এক্সটারনাল মেমোরি : Expandable up to 64 GB
  • সাইজ : 4.3 inch display
  • ডাইমেনশন :  123.8x68.5x9.9 mm 
  • উয়িট 160 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


4. HTC Titan:



দাম : 35000 Tk.

HTC Titan specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 7
  • ক্যামেরা : 16MP + 1.3MP secondary camera
  • রেম : 512 MB
  • ইন্টারনাল মেমোরি : 16 GB
  • এক্সটারনাল মেমোরি : Not available
  • সাইজ : 4.7 inch display
  • ডাইমেনশন : 131.5x70.7x9.9 mm 
  • উয়িট 160 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


5. Samsung Ativ S:



দাম:  37000 Tk.

  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 16MP + 1.9MP secondary camera
  • রেম 512 MB
  • ইন্টারনাল মেমোরি : 16 GB
  • এক্সটারনাল মেমোরি : up to 32 GB
  • সাইজ : 4.8 inch display
  • ডাইমেনশন 137.2x70.5x8.7 mm
  • উয়িট135 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.
Note : মার্কেট অনুযায়ী দিন দিন দামের কিছুটা পরিবর্তন হতে পারে।

আকর্ষণীয় সব পোষ্ট পেতে নিচের পেজটিতে লাইক দিয়ে সবাইকে শেয়ার করুন।

         ITsolution page

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Recent Comments

© 2011-14 bdwebworld, All Rights Reserved.

Designed by Md. Shariful Islam