নোকিয়ার ফোনে চার্জ থাকবে এক মাস

মোবাইল ফোনে চার্জ দেয়া নিয়ে যারা সব সময় ভোগান্তিতে থাকেন, তাদের জন্যে বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নোকিয়া নিয়ে আসছে তেলেসমাতি সমাধান।

‘নোকিয়া ১০৫’ মডেলের নতুন এই ফোনে একবার চার্জ দিলে পুরো একমাস আর চার্জ নিয়ে ভাবতে হবে না। খবর: ডেইলি মেইল।

এফএম রেডিও ও টর্চ লাইট সুবিধা সম্পন্ন ফোনটির দাম পড়বে এক হাজার টাকার মতো। এটিই হবে নোকিয়ার ইতিহাসে সবচাইতে কম দামী ফোন।

যেসব এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে, সেসব ক্ষেত্রে মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

এ বছরের শেষ নাগাদ এ মডেলটির বাজারজাত হবে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ।

ফ্রী প্রক্সি সার্ভার লিস্ট

আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু প্রক্সি সার্ভার লিস্ট নিয়ে হাজির হলাম। বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় IP হাইড করার দরকার পরে । IP হাইড করার সবচাইতে ভাল ৬০টি প্রক্সি সার্ভারের লিস্ট নিচে উল্লেখ করা হল । আসাকরি এগুলো আপনাদের অনেক কাজে আসবে।

রেটিং এ সর্বোচ্চ ১৫টি (মিশ্র)

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

বিদেশে যাবার পূর্বে আপনার ভিসা যাচাই করে নিন

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে ভিসা যাচাইয়ের ব্যাপারে সামান্য কিছু তথ্য জানাবো। উদাহরণস্বরুপ, যারা সাউদী-আরব(Saudi Arabia) যেতে চান তারা সাউদী-আরবে যেতে কত টাকা লাগবে এবং বাংলাদেশ সরকারের নির্ধারিত টাকার পরিমান কত ইত্যাদি এই সাইট থেকে আপনারা জানতে পারবেন। এটি বাংলাদেশি সরকারি ওয়েব সাইট । এই সাইট থেকে কখন কোন দেশে ভিসা ছারে এবং সরকারি লাইছেন্স ধারি এজেন্সী কারা কারা আপনারা এখান তার লিস্ট পাবেন। আপনার জন্য সবচাইতে ভালো হবে সউদী-আরবে থাকে এমন কেউ আপনার জন্য ভিসা পাঠায় ।  ভিসা হাতে পাবার পর আপনার জানা জরুরি- যে ভিসা টা  এসেছে সেটা আপনার নামে এসেছে কিনা । ভিসা আপনার নামে এসেছে কিনা, কোন কোম্পানি ভিসা ইস্যু করেছে, মাসিক বেতন কত, ভিসার মেয়াদ কতদিনের, নবায়ন করা জাবে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য আপনি সাউদী-আরবের(Saudi Arobia)এই সাইট টি তে ভিজিট  করতে পারেন । সাইট টিতে ঢুকলে প্রথমেই সাইট টির হোম পেজ দেখতে পাবেন। এবং তা নিচের চিত্রের মত দেখাবে । আপনি উক্ত সাইট টি তে (Ministry of Interior Kingdom of Saudi Arabia) নিচের ছবির উপর ক্লিক করেও যেতে পারেন।  
 

এরপর আপনার ভিসার ইনফর্মেশন গুলো  সঠিক ভাবে ফিলাপ করতে হবে । 

 

যদি ভিসা আপনার নামে এসে থাকে এবং আপনি আপনার ভিসার ইনফর্মেশনগুলো সঠিক ভাবে প্রদান করে থাকেন তাহলে আপনার ভিসার ইনফর্মেশনগুলো ওয়েবসাইটে প্রদর্শন করবে। তবে ভিসা যদি আপনার নামে না আসে অথবা আপনি যদি ভুল ইনফর্মেশন প্রদান করে থাকেন তাহলে ভিসা ইনফর্মেশন প্রদান করবেনা। প্রয়োজন বোধে আপনি এখানে পুনরায় ২-৩ বার ট্রাই করতে পারেন।  

নিচে আরও কয়েকটি দেশের ভিসা যাচাই এর ওয়েব সাইট দেয়া হলো।
উদহরনস্বরূপ, দুবাই-এর ভিসা যাচাই করতে নিচের ধাপগুলো অনূসরন করুন:
Dubie : go http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx > labour card information > no > write passport no, birth year, nationality and mobile no 05123456789 > next then edit web adress http://www.mol.gov.ae/ownersservices/employeereceipt.aspx if you see your photo and visa name correct


সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

এবার তৈরি হল স্বচ্ছ স্মার্টফোন!

আস্-সালামু আলাইকুম। সবাই ভালো আছেন। এবারে কাজের কথায় আসি। তাইওয়ানের পলিট্রন টেকনোলোজিস তৈরি করেছে স্বচ্ছ স্মার্টফোন প্রোটোটাইপ একটি মোবাইল ফোনে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ স্বচ্ছ হার্ডওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছে কোম্পানিটি 

 
প্রাথমিক এই হ্যান্ডসেট মডেলে কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ইনস্টল না করে শুধুমাত্র ডিভাইসটিতে তাদের মূল লক্ষ্য অর্থাৎ স্বচ্ছ করিগরি ব্যবস্থা দেখানো হয়েছেএতে মাল্টিটাচ ডিসপ্লে, ক্যামেরাসহ অন্যান্য মাল্টিমিডিয়া ফিচার যোগ করার ব্যবস্থাও আছে


পলিট্রনের হ্যান্ডসেটের ছবিটি খেয়াল করে দেখবেন এর দুইপাশ থেকেই নির্বিঘ্নে আলো চলাচল করতে পারছেশুধু মাইক্রোফোন, স্পিকার, মেমোরি কার্ড, ব্যাটারি, সিম কার্ড এসব অংশের স্বচ্ছ বিকল্প না থাকায় সেগুলো প্রচলিত অন্যান্য স্মার্টফোনের পার্টসের মতই অস্বচ্ছ হবেতবে পুরোপুরি স্বচ্ছ হ্যান্ডসেট পাওয়ার জন্য গবেষণা অব্যাহত রয়েছেআর সার্কিট বোর্ডের মত কিছু অংশকে স্মার্টগ্লাস প্রযুক্তিতে ঢেকে দেয়া হবেপলিট্রনের স্মার্ট গ্লাস হচ্ছে এমন এক প্রযুক্তি যা বিদ্যুৎ সরবরাহহীন অবস্থায় গঠনকারী অনুগুলি ছড়ানো অবস্থায় থাকে ফলে গ্লাসটি মেঘলা সাদা রঙ ধারণ করেবিদ্যুৎ প্রবাহ পেলে এর সেগুলো নির্দিষ্ট একটি সজ্জায় অবস্থান করে যাতে এদের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে এবং সব মিলিয়ে একে স্বচ্ছ দেখা যায়
পলিট্রন তাদের নতুন এই আবিষ্কার নিয়ে বেশ আশাবাদীএরকম একটি স্মার্টফোন বাজারে আসলে সেটি নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক এক পণ্য হিসেবে আবির্ভূত হবেচলতি বছরের শেষদিকে স্বচ্ছ স্মার্টফোন বাজারজাত করার আশাবাদ ব্যক্ত করেছে তাইওয়ানের এই প্রতিষ্ঠানএখন প্রশ্ন হচ্ছে কোন অপারেটিং সিস্টেম বেছে নেয় পলিট্রন আপনার কি মনে হয়? এন্ড্রয়েড, উইন্ডোজ ফোন, উবুন্তু নাকি অন্যকিছু (বিবি ওএস, মজিলা ইত্যাদি)?

এক্ষুনি আপনার ইমেজে Speech bubbles এবং Effects যোগ করে নিন


আস্-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভালো আছেন
আমি আজ আপনাদের জন্য একটি মজার টিউনস্ নিয়ে এসেছিযা দ্বারা আপনি চাইলে যেকোন কার্টুন অথবা ইমেজের উপরে ব্যবহার করে মজার সব কমিক্-স সৃস্টি করতে পারেন
এছাড়াও আপনার ব্যক্তিগত যেকোন text-কে আকর্ষণীয় করে আপনার ইমেজের সাথে adjust করতে পারবেন
অবশ্য নিচ থেকে বিষয়টি সম্পর্কে পুরোপুরি জেনে আপনি আপনার ইচ্ছেমতো সার্ভিসটি ব্যবহার করতে পারেন

আসুন এবার এই অসাধারন সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই
প্রথমে আপনি নিচের দেয়া ওয়েব-সাইটে প্রবেশ করুন

http://phrase.it/

এবার, আপনার ইমেজটি আপলোড করে নিনআপলোড শেষ হলে যে কোন একটি “speech bubble” choose করুনতারপর, উক্ত “speech bubble” টি আপনি আপনার ইমেজের যে অংশে বসাতে চান সেখনে Drag করে নিয়ে আসুনএবং এতে আপনার লেখাটি টাইপ করুনআপনি চাইলে আপনার “speech bubble” এর ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেনএছাড়াও আপনি "add more drama” বাটনে ক্লিক করে একাধিক ইমেজের শেডিং ইফেক্ট যোগ করে নিতে পারেনআপনার ইমেজ কমপ্লিট হলে এটাকে ডাউনলোড করে নিনতারপর যেখানে ইচ্ছে সেখানে নিয়ে ব্যবহার করুনঅবশ্য আপনি ইচ্ছে করলে ৫-৬টি ইমেজ আপলোড করে সেগুলোতে “speech bubbles” যোগ করে একটি short story তৈরি করতে পারেন এবং পরে তা ডাউনলোড করে যেকোন document-এ ব্যবহার করতে পারবেন

উল্লেখ্য যে, এই সার্ভিসটি ব্যবহার করতে কোন প্রকার রেজি: এর প্রয়োজন নেই
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেনসবাই ভালো থাকুনআল্লাহ্ হাফেজ

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Recent Comments

© 2011-14 bdwebworld, All Rights Reserved.

Designed by Md. Shariful Islam