Fring-এর registration attempts exceeded সমস্যার সমাধান

আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

বর্তমানে যারা মোবাইলে fring ব্যবহার করে ফ্রী অডিও কিংবা ভিডিও কল করে থাকেন তারা অনেকেই এই u have exceded allowd no atempts to register your account” সমস্যাটির কারনে এখন আর fring ব্যবহার করতে পারছেন না।

আমি আজ আপনাদেরকে এর একটি সহজ সমাধান দিব। আশা করি পুরো প্রক্রিয়া টা অনূসরণ করলে আপনি এই সমস্যাটি দূর করতে সক্ষম হবেন। যাইহোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।

প্রথম ধাপ(মোবাইল দিয়ে):

প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি সেখানে আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন। আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন।

তারপর আপনি no maches লিখাটি সেখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি নিচের লাইনটির মত একটি লাইন দেখতে পাবেন।
Ask your question by e-mail. now clik on mail icon

এখন সেখান থেকে মেইল আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পরে আপনার সামনে একটি ফরম চলে আসবে।

আপনি সতর্কতার সাথে নিচের বিবৃতি-টি দ্বারা উক্ত ফরমটি পূরণ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)

[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]

উক্ত বিবৃতি-টি টাইপ করা শেষ হলে সাবমিট-এ ক্লিক করুন।

প্রথম ধাপ(পিসি দিয়ে):

উল্লেখ্য যে, যারা মোবাইল ব্যবহার করে এই প্রক্রিয়া করতে সমর্থ না হন, তারা কম্পিউটার ব্যাবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
নিম্নে এ সম্পর্কে বর্ণনা দেয়া হল।

আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি পেজের নিচের অংশে নিম্নের ন্যায় আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন।



আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন। তারপর নিচের পেজটির মতো দেখতে পাবেন।



এবার “Email” লিখটিতে ক্লিক করুন। নিম্নের ন্যায় একটি ফরম আপনার সামনে ভেসে উঠবে।



এবার উপরের বক্সে নিচের লিখাটি টাইপ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)

[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]

তারপর এভাবে ই-মেইল এড্রেস এর জায়গায় আপনার ই-মেইল এড্রেসটি, ইউজারনেম/ফুল মোবাইল নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বার টি দিয়ে ফ্রিং রেজি: করতে চান সে নাম্বরটি কান্টি কোড সহ টাইপ করুন। এবং ডিভাইস টাইপে গিয়ে আপনার ডিভাইসটির নাম দিন।

এভাবে ফরমটি পূরণ করা শেষ হলে Send বাটনে ক্লিক করুন।

পরবর্তী ধাপ:

fring হতে পরবর্তী ৮দিনের মধ্যে to inform u that u can register now এরকম একটি মেইল আপনাকে সেন্ড করা হবে।

উক্ত মেইলটি পাবার পর আপনার মোবাইলের সেটিংস থেকে নিচের নির্দেশনা অনুসরণ করে fring অপশন-এ যান।
Mobile setting> aplication>manage application>fring                       

এবারfring and clear data তে ক্লিক করুন এবং stop চাপুন।

সবশেষে fring ওপেন করে সতর্কতার সাথে নাম্বারটি দিয়ে continue-তে ক্লিক করুন। ব্যাস আপনার fring এর রেজি: সফল হয়ে যাবে।

আপনি এখন থেকে পুনরায় fring এ্যাপ্লিকেশন টি আপনার হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন।

আজকের পোষ্টটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Recent Comments

© 2011-14 bdwebworld, All Rights Reserved.

Designed by Md. Shariful Islam